Ridge Bangla

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ভারতের রাজধানী দিল্লি, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৪র্থ তম স্থানে, যেখানে আজকের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের তথ্য অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ২২২, যা সাধারণভাবে খুবই অস্বাস্থ্যকর শ্রেণিতে পড়ে।

তাদের প্রকাশিত তালিকায় দেখা যায়, সর্বাধিক দূষিত শহর হলো দিল্লি, যার স্কোর ৭৭৮। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ৪৮০), তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (২৩১) এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা (২০৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: সাধারণভাবে অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

এই মানদণ্ড অনুসারে আজকের ঢাকার বাতাস সাধারণ জনগণের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এই বায়ুদূষণ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন