বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ ও অভিনেতা বিজয় বর্মার প্রেম নিয়ে। ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন ফাতিমা নিজেই। সম্প্রতি ‘আপ জ্যায়সা কোই’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন—তার জীবনে এখন প্রেম নেই।
অনুষ্ঠানে সাংবাদিকরা যখন সরাসরি তার প্রেমজীবন নিয়ে প্রশ্ন করেন, ফাতিমা নির্ভেজাল হাসিতে তা মোকাবিলা করেন এবং বলেন, “আমি এখন একাই আছি।”
একটি সফল সম্পর্কে কী থাকা জরুরি—এই প্রশ্নে ফাতিমা বলেন, “একটি সুস্থ সম্পর্ক তখনই সম্ভব, যখন দু’জন মানুষ একে অপরকে সম্মান করবে এবং মতামতকে গুরুত্ব দেবে। সম্পর্কে থাকার মানে নিজেকে হারানো নয়, বরং একে অপরকে সহযোগিতা করে সম্পর্কটিকে এগিয়ে নেওয়া।”
বাস্তব জীবনে এমন কোনো সঙ্গী পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি হেসে বলেন, “এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। অন্তত আমার জীবনে এখন পর্যন্ত তেমন কেউ আসেননি।”
তিনি আরও রসিকতা করে যোগ করেন, “ভালো ছেলেরা এখন কেবল সিনেমাতেই থাকে। বাস্তবে তেমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। ‘আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার, কোই ভি নহি হ্যায় (মেরি লাইফ মে)। ফিল্মো মে হোতে হ্যায়।’”
ফাতিমার এই খোলামেলা মন্তব্যেই বিজয় বর্মার সঙ্গে প্রেমের গুঞ্জনে আপাতত ইতি টেনেছে বলিউড মহল। অভিনয় ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এখন ব্যক্তিগত জীবন নিয়েও অনেক বেশি সচেতন ও স্পষ্টভাষী হয়ে উঠেছেন, তা তার সাম্প্রতিক বক্তব্যেই প্রতিফলিত হয়েছে।