সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই চায় না বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে তিনটি বিষয় ছিল, যার মধ্যে দুইটি নিয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তিনি জানান, অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে নীতিগতভাবে একমত হলেও কাঠামো ও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়েছে মতানৈক্য।
বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, উচ্চকক্ষে ১০০টি আসন থাকবে এবং সেখানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলেন, “আমরা ৩১ দফার ভিত্তিতেই দ্বিকক্ষ সংসদের প্রস্তাব দিয়েছি। তবে অনেক দল এখনো ঐকমত্যে পৌঁছায়নি। এমনকি কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয়ও মনে করছে।”
সংবিধান সংশোধন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দুই-তৃতীয়াংশ ভোটে সংসদে সংশোধন পাস হয়। বিএনপির প্রস্তাব অনুযায়ী, সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ১৪২ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংশোধন পাস হওয়ার পর গণভোটের মাধ্যমে তা অনুমোদনের ব্যবস্থা রাখতে হবে। এই প্রস্তাব বৈঠকে গৃহীত হয়েছে বলেও জানান তিনি।
সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না।”