Ridge Bangla

বিএনপি ও হেফাজতে ইসলামের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

BNP

০৫ এপ্রিল ২০২৫, শনিবার রাত ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং মুফতি মনির হোসাইন কাসেমী।

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য কৌশলগত সমন্বয়ই ছিল আলোচনার মূল প্রতিপাদ্য।

আরো পড়ুন