Ridge Bangla

বাবাকে কুপিয়ে হত্যা, ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ

সাভারের মজিদপুর এলাকায় নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন জান্নাত জাহান শিফা (২৩) নামের এক তরুণী। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর সাত্তার (৫৫) নাটোরের সিংড়া উপজেলার ভগা গ্রামের বাসিন্দা। তিনি মেয়ের সঙ্গে সাভারের ‘নূর মোহাম্মদ ভিলা’র পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, ঘটনার পর জান্নাত নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে হত্যার কথা জানান এবং তাকে গ্রেপ্তারের অনুরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জান্নাতকে আটক করে।

থানার আরেক এসআই ইমরান হোসেন জানান, ২০২২ সালে জান্নাত বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন, যার কারণে সাত্তার কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফের মেয়ের সঙ্গে একই বাসায় থাকতে শুরু করেন। তবে মামলা তুলে নেওয়ার জন্য বাবার চাপ ও পারিবারিক দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তদন্তে জানা গেছে, বুধবার রাতে জান্নাত বাবাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়ান, পরে গভীর রাতে ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন