Ridge Bangla

বাউফলে জমি নিয়ে বিরোধে এইচএসসি পরীক্ষার্থী খুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। নিহত শিক্ষার্থীর বাবাও এসময় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধলুফকির বাজার এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ফাহিম বয়াতি (১৮)। তিনি নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাংড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের মতে, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী শানু গাজী (৫২) ও তার অনুসারীরা ফাহিম এবং তার বাবা জাকির বয়াতির ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় তাদের দুজনকেই। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফাহিম মারা যান।

নিহতের বাবা জাকির বয়াতি, পেশায় মাছ বিক্রেতা, বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। ঘটনার পর স্থানীয়রা হামলাকারী শানু গাজীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, ফাহিমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত শানু গাজীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন