বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা পিআর পদ্ধতির নির্বাচন চান, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে বা ভণ্ডুল করতেই এমন প্রস্তাব দিচ্ছেন।” তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সরকারের উচিত দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। তার মতে, এখন স্থানীয় নির্বাচনের উপযুক্ত সময় নয়।
বিএনপির এই নেতা বলেন, “জাতীয় ঐকমত্য গঠনে সব দলের মতের প্রতি সম্মান দেখাতে হবে। একপক্ষের মতকে চাপিয়ে দিয়ে ঐক্যমত গঠন সম্ভব নয়। আর সংস্কার কোনো ধর্মগ্রন্থ নয়, এটা একটি চলমান প্রক্রিয়া।”
অন্যদিকে, শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ভিন্নমত তুলে ধরেন কয়েকজন নেতা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশের জনগণ তা মেনে নেবে না।” চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “জনগণের ভোটের সঠিক মূল্যায়নের জন্য পিআর পদ্ধতিই একমাত্র পথ। এই পদ্ধতি চালু না করলে সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”