বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে পাকিস্তান অবজারভার।
সৌদি আরব এখন হজ মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। এ সময় হজযাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়, জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানা গেছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ভিসার ধরন
এই নিষেধাজ্ঞায় ওমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা অন্তর্ভুক্ত। যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পর কেউ ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন না।
যে ১৩টি দেশ ভিসা নিষেধাজ্ঞার আওতায়:
১. বাংলাদেশ
২. পাকিস্তান
৩. মিশর
৪. ভারত
৫. ইন্দোনেশিয়া
৬. ইরাক
৭. নাইজেরিয়া
৮. জর্ডান
৯. আলজেরিয়া
১০. সুদান
১১. ইথিওপিয়া
১২. তিউনিসিয়া
১৩. ইয়েমেন
নিষেধাজ্ঞা ভঙ্গের পরিণতি
সূত্র জানায়, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি অপরাধের মাত্রা বিবেচনায় কেউ কেউ আজীবনের জন্য সৌদিতে অবাঞ্ছিত ঘোষণাও হতে পারেন। এই নিষেধাজ্ঞা হজ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সৌদি সরকারের একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।