Ridge Bangla

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আট নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে আগে বহিষ্কৃত আট নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন ও দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। এর ফলে তারা আবার দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেন।

ফিরে আসা নেতাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারের অব্যাহতি আদেশও প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেও পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন