বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন আয়কর ও কাস্টমস বিভাগের আরও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) এনবিআরের বোর্ড প্রশাসন বিভাগের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ এবং ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের সিপাই সালেক খান।
বোর্ড প্রশাসন থেকে কর ও কাস্টমস প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হয়। এনবিআর সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে এ নিয়ে এখন পর্যন্ত ২৭ জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরের মুখোমুখি হয়েছেন।
এর আগের দিন মঙ্গলবার (১৫ জুলাই) একই অভিযোগে ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত হন। এর মধ্যে দুপুরে আটজন ও রাতে আরও ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার। একই দিন কর অঞ্চল-১০ এর নিরাপত্তা প্রহরী সেলিম মিয়াকেও এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত করা হয়।
এর আগেও জুলাই মাসের শুরুতে আরও কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়।