Ridge Bangla

ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা আনন্দ শোভাযাত্রার আগেই পুড়ে গেছে

শনিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি গুরুত্বপূর্ণ মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’ আগুনে পুড়ে গেছে।

অনুষদের যে স্থানে মোটিফগুলো নির্মাণের কাজ চলছিল, সেই স্থানে আগুন লাগার কারণেই এসব পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শোভাযাত্রার কয়েকদিন আগেই, যার ফলে উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

ঘটনার পর চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন