ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরার প্রদেশগুলোও কেঁপে ওঠে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ সংবাদ জানিয়েছে।
ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমিকম্পের আফটার শক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সাউদার্ন শহরের উদ্ধারকর্মী রোক্সানে স্যান্ডোভাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্প থেকে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একাধিক ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যান্ডোভাল বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং এটি এক মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। তিনি বলেন, “আমি ভেবেছিলাম এটা শুধু একটা শক্তিশালী বাতাস ছিল। কিন্তু আমি অনুভব করলাম যে মাটি কেঁপে উঠছে।” প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন প্রায়শই ভূমিকম্পের সম্মুখীন হয়।