প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগ বাস্তবিক অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই অবস্থার পরিবর্তনে কাঠামোগত সংস্কার এবং পৃথক প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কোনো বিকল্প নেই।
রোববার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ড. ইউনূস বলেন, “পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্বায়ত্তশাসন নিশ্চিত করা সম্ভব হবে। এতে রাজনৈতিক কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ হবে এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।”
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। বক্তারা বলেন, বিচার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।
অনুষ্ঠানে বিচারপতি, সিনিয়র আইনজীবী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।