বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) রাতে ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাতে জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন, “আপনি ও আপনার দল চমৎকার কাজ করছে।” তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এবং ভবিষ্যতেও একইধরনের সহায়তা অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, দেশ যেন ধ্বংসস্তূপে ছিল। উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাই।” তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে তরুণ-নারীদের যে অবদান, তা যেন বৃথা না যায়।”
ড. ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান, বাংলাদেশকে একটি বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করতে। তিনি বলেন, “বাংলাদেশ সমৃদ্ধ হলে গোটা দক্ষিণ এশিয়া উপকৃত হবে।” এ সময় আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রামের এনসিটি টার্মিনালের অগ্রগতি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির তথ্য তুলে ধরেন।
জোহানেস জুট বলেন, “বাংলাদেশের মেয়েদের শিক্ষাবৃত্তি প্রকল্প এখন অন্য দেশেও অনুসরণ হচ্ছে। তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে আমরা আরও কাজ করব।” সাক্ষাতে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমেও উপস্থিত ছিলেন।