বাড়িভাড়া-ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতা আমাদের আন্দোলনের আংশিক সাফল্য হলেও এটি পর্যাপ্ত নয়। আমরা সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি, মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জানান, “এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাতে আন্দোলনরত শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচির ঘোষণা দেন। রোববার দুপুরে খালি থালা হাতে নিয়ে মিছিল করার কথা থাকলেও তা পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছেন। এতে প্রায় ৩০ হাজার বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।