Ridge Bangla

পাবনায় এক পশলা শিলাবৃষ্টি, ভিজে গেল পুরো শহর

পাবনায় হঠাৎ শিলাবৃষ্টি

শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামে হঠাৎ শিলা বৃষ্টির দেখা মেলে। কয়েকদিনের মাঝারি ও মৃদু তাপপ্রবাহের পর এই বৃষ্টি শহরবাসীর জন্য বয়ে আনে স্বস্তির পরশ। পুরো শহর ভিজে যায় এক পশলা শিলা বৃষ্টিতে।

তবে এই বৃষ্টিতে দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, শনিবার পাবনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মাঝারি তাপপ্রবাহের নির্দেশক। এর আগের দিন (৪ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং ৩ এপ্রিল ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, “পাবনায় কয়েকদিন ধরে বৃষ্টি ছিল না। তবে এখন চৈত্র মাস। চৈত্র ও বৈশাখ মাসে অনেক সময় অপ্রত্যাশিতভাবে ঝড় বা শিলাবৃষ্টি হয়ে থাকে, যেটা আজও হয়েছে।” হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তন কিছুটা চমক দিলেও গরমে ক্লান্ত মানুষদের মাঝে এনেছে স্বস্তি।

আরো পড়ুন