দুই বাংলার প্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি সামাজিক মাধ্যমে বুলিং ও অতীতের প্রতি নিজের অনুভূতির বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন। বাংলাদেশ এবং টালিউডের অসংখ্য সফল সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী শুধু পর্দাতেই নয়, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া। সামাজিক মাধ্যমে বুলিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, “কমেন্টবক্স আমি সেভাবে পড়ি না। তবে কখনও পড়লে খারাপ লাগে তাদের জন্য যারা অশোভন মন্তব্যের মাধ্যমে আনন্দ পান। তারা হয়তো একদিন পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু কথাগুলো থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।”
এছাড়া অতীতের প্রতি তার টান নিয়েও কথা বলেন জয়া। তার ভাষায়, “আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে আরও গুরুত্বপূর্ণ। এটি সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন তৈরি করে।”
জয়ার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, তার এই খোলামেলা বক্তব্য আধুনিক সমাজে মানুষের মনোবল ও আত্মসম্মানের গুরুত্বকে তুলে ধরেছে।