নরসিংদীতে লিমা আক্তার (২৮) নামে এক প্রসূতির অস্ত্রোপচারে পেটে ১৮ ইঞ্চির ‘মব’ কাপড় রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জুলাই) ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন। ১৭ জুন নরসিংদী সিটি হাসপাতালে ভর্তি হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেন লিমা। অস্ত্রোপচার করেন ডা. শিউলি আক্তার। ২১ জুন ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পর লিমা তীব্র পেটে ব্যথা অনুভব করলে স্বজনরা আবার হাসপাতালে যোগাযোগ করেন। পরীক্ষায় কিছু ধরা না পড়ায় তাকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় পেটে রক্ত পরিষ্কার করার কাপড় থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ৩ জুলাই রাতে চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল এ.এইচ.এম শাখাওয়াত হোসেন অস্ত্রোপচার করে কাপড়টি বের করেন। লিমা এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
ভাই জহিরুল ইসলাম বলেন, “অবহেলার কারণে আমার বোন মৃত্যুপথযাত্রী। পেটে ইনফেকশন, পেট ফোলা, দুর্গন্ধ ও তীব্র ব্যথা হচ্ছে। মানসিক ও আর্থিকভাবে আমরা ভেঙে পড়েছি। এর বিচার চাই।”
হাসপাতালের এমডি রতন মিয়া বলেন, “বিষয়টি জানার পর সমঝোতার চেষ্টা করেছি। ভুল হয়ে গেছে, আমরা চিকিৎসার খরচ বহনের প্রস্তাবও দিয়েছি।”
সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক বলেন, “তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “এভাবে রোগীর জীবন বিপন্ন করা গুরুতর অপরাধ। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”