কুমিল্লার মুরাদনগরে এক নারীর ঘরে ঢুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। মর্মান্তিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের পাশাপাশি তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুকে লিখেছেন, “মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগিরই।”
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুই হাত জোড়া ইমোজি দিয়ে সংক্ষেপে লেখেন, “স্টপ রেপ।”
চিত্রনায়িকা দীঘি হ্যাশট্যাগে লেখেন, “ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।”
নায়ক জয় চৌধুরী বলেন, “কুমিল্লার মুরাদনগরে নারীর সঙ্গে যা হয়েছে, তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ধর্ষক এবং ভিডিও প্রকাশকারী উভয়ের বিচার চাই।”
অভিনেতা আরশ খান লিখেছেন, “কাপুরুষত্ব যখন চরমে পৌঁছে, তখন তা কুপুরুষে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন আচরণ করা সম্ভব নয়।”
চিত্রনায়ক জিয়াউল রোশান বলেন, “ধর্ষকদের একটাই শাস্তি জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে বা ধর্মের জানতেও চাই না। ভিডিও শেয়ার বা আপলোড করা লোকেরাও অপরাধী। ফাজলামি বন্ধ করে ভিডিও ডিলিট করুন।”
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী লেখেন, “বিবস্ত্র বাংলাদেশ।”
এদিকে, ধর্ষণের পর নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে।