কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হচ্ছে। এই উদ্দেশ্যে সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার বাজেট ধরা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাঠানো যাচ্ছে না। এর ফলে অনেকে বিদেশে গিয়ে স্বল্প মজুরিতে কাজ করছেন, যা প্রত্যাশিত বৈদেশিক আয় নিশ্চিত করতে পারছে না। এই সমস্যার সমাধান হিসেবেই সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।
প্রকল্প অনুযায়ী, প্রতিটি উপজেলায় টিএসসি প্রতিষ্ঠার জন্য ৩ একর জমি অধিগ্রহণ করা হবে। কেউ যদি স্বেচ্ছায় জমি দান করতে চান, তবে তা গ্রহণ করা হবে বলে জানান মহাপরিচালক।