দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়েই এ বছর শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।
বুধবার (৫ নভেম্বর) রাতে ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করেছে। তবে অবশিষ্ট জলীয়বাষ্পের কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি জানায়, ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের আবহাওয়া মূলত শুষ্ক ও স্থিতিশীল থাকবে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত অনুকূল। এই সময়ে কৃষকরা ধান কাটা, গম ও শীতকালীন সবজি রোপণ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।
সংস্থাটির পর্যবেক্ষণে আরও বলা হয়, ২০ নভেম্বরের আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম থাকলেও নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তার আগে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা সার্কুলেশন দেখা দিতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের ১০ তারিখের পর থেকেই উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে শীত নামবে মাসের শেষ দিকে। পোস্টের শেষাংশে সংস্থাটি জানায়, বর্তমান সব প্যারামিটার বিশ্লেষণে দেখা যাচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত একটি বৃষ্টিবলয় ও প্রথম শৈত্যপ্রবাহের সূচনা হতে পারে।