Ridge Bangla

দেবী দর্শনে বিতর্কে সাইফ কন্যা সারা আলি খান

দেবী দর্শনে বিতর্কে সাইফ কন্যা সারা আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান সম্প্রতি দেবী কামাখ্যার দর্শনে গিয়ে আবারও আলোচনায় এসেছেন। আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে পুজার বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী।

ছবিতে সাদা চুড়িদার ও ওড়না পরা সারাকে মাথা ঢেকে পুজা দিতে দেখা যায়। কপালে ছিল লাল সিঁদুর, এবং একটি ছবিতে তাকে নদীর তীরে ধ্যানমগ্ন অবস্থাতেও দেখা গেছে।

নবরাত্রির উপলক্ষে এই দর্শনে গিয়ে সারা সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হন। কেউ কেউ তার এমন ধর্মীয় আচরণকে প্রশংসা করেছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে কেন তিনি হিন্দু রীতিতে পুজা দিচ্ছেন।

উল্লেখ্য, সারা আলি খান সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে। তার পরিবারে দুই ধর্মের সংস্কৃতিই মেনে চলার ঐতিহ্য রয়েছে।

আরো পড়ুন