সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিরুদ্ধে কটাক্ষ করা অনেকের নিত্য অভ্যাস হয়ে উঠেছে। বিশেষ করে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত কিংবা পেশাগত যেকোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য করতে দ্বিধা করেন না অনেক নেটিজেন। সাধারণত এসব নিয়ে মন্তব্য না করলেও মাঝে মাঝে তারকারাও পাল্টা জবাব দেন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-কে ঘিরে।
কানাডার মনট্রিয়েল শহর থেকে নিজের হাস্যোজ্জ্বল কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন মেহজাবীন। পোস্টে অধিকাংশ ভক্ত শুভকামনা জানালেও একজন ব্যবহারকারী কুরুচিকরভাবে মন্তব্য করেন, ‘দুই বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’
এই বাজে মন্তব্যের পরিণত ও মার্জিত জবাব দেন মেহজাবীন। তিনি লেখেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
তার এমন শান্ত অথচ আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়ায়। বহু ভক্ত কটাক্ষকারীর নিন্দা করে মন্তব্য করেন এবং তাকে ‘হেটার’ বলে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা আদনান আল রাজীব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। এক যুগের সম্পর্কের সফল পরিণতি হয় এই বিয়েতে, যা সম্পন্ন হয় পারিবারিক ও ঘনিষ্ঠ পরিসরে।
দর্শকপ্রিয় এই অভিনেত্রী কেবল অভিনয়ে নয়, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদাবোধ দিয়েও বারবার প্রমাণ করে চলেছেন নিজেকে। তার ভদ্র, সংযত এবং আত্মবিশ্বাসী জবাব তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে ভক্তদের চোখে।