তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রথম দফায় ১৪ সদস্যের একটি বহর আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান দলের দ্বিতীয় বহর বিকেল পাঁচটার দিকে ঢাকায় পৌঁছাবে। আসন্ন সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি দল ঘোষণা করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিন ম্যাচের সিরিজে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এসেছেন সালমান আগা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, বাকি দুইটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। এই সিরিজটি আইসিসির এফটিপি সূচির বাইরে দুই দেশের বোর্ডের পারস্পরিক সমঝোতায় আয়োজিত হচ্ছে।
প্রসঙ্গত, পাকিস্তান দল আজ ঢাকায় পৌঁছালেও বাংলাদেশ জাতীয় দল এখনো শ্রীলঙ্কায় অবস্থান করছে। আজ কলম্বোতে লিটনদের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। তারা দেশে ফিরবে আগামীকাল।