বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের মত প্রকাশে অকপট এবং অভিনয়ে রেখেছেন নিজস্ব স্বাক্ষর। এবার বয়সের বাধা উপেক্ষা করে নতুন এক চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, আসন্ন এক সিনেমায় নিজের চেয়ে অনেক ছোট বয়সী এক তরুণ অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমে জড়াতে যাচ্ছেন কারিনা।
ভারতীয় গণমাধ্যম জানায়, সিনেমাটিতে ভূতের চরিত্রে দেখা যাবে কারিনাকে। হুসাইন দালালের লেখা এই চিত্রনাট্যে থাকছে সম্পূর্ণ নতুন ধাঁচের এক ভৌতিক গল্প, যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। ছবিটি পরিচালনা করবেন ‘ব্রহ্মাস্ত্র ১’-এর পরিচালক ও চিত্রনাট্যকার অয়ন মুখোপাধ্যায়। যদিও সিনেমার নাম ও অন্যান্য তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, ইতিমধ্যে বলিউডে এ নিয়ে গুঞ্জন তুঙ্গে।
সম্প্রতি কারিনাকে দেখা গেছে রোহিত শেঠির পরিচালনায় নির্মিত ‘সিংহাম এগেইন’ সিনেমায়, যেখানে অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন তিনি। একই ছবিতে আরও ছিলেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার ও রণবীর সিং।
এদিকে বয়সের পার্থক্য নিয়ে বলিউডে বিতর্ক নতুন নয়। ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং ও সারা অর্জুনের জুটি, ‘সিকান্দার’ ছবিতে সালমান খান ও রাশমিকা মান্দানা এবং ‘সিতারে জমিন পার’ ছবিতে আমির খান ও জেনেলিয়া দেশমুখের জুটিও হয়েছে সমালোচনার শিকার।
তবু বয়সের পার্থক্যকে অগ্রাহ্য করে নতুন গল্পে অভিনয়ের সাহসী সিদ্ধান্ত নেওয়ায় কারিনা কাপুরের প্রতি দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন সিনেমাটির বিস্তারিত জানার জন্য।