ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের লক্ষ্যে সোমবার থেকে চারটি বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে এই সেবা চালু হয়েছে।
এই গাড়িগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত রুটে চলবে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হচ্ছে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আরও ১৪টি গাড়ি যুক্ত করা। বর্তমানে শিক্ষার্থীদের জন্য চারটি, প্রক্টরিয়াল টিমের জন্য একটি এবং ফাউন্ডেশনের সদস্যদের জন্য একটি গাড়ি চালু রয়েছে।”
ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা। প্রতিটি গাড়িতে থাকবেন একজন স্বেচ্ছাসেবক—যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফাউন্ডেশনের সদস্য—যিনি যাত্রাভাড়া সংগ্রহ করবেন। প্রাথমিকভাবে চারটি রুটে শাটল গাড়িগুলো চলবে এবং প্রতিটি গাড়িতে ১৪ জন যাত্রী বসতে পারবেন। কুয়েত মৈত্রী হলসহ আশেপাশের হলের শিক্ষার্থীরাও এই সেবার আওতায় থাকবেন।
উল্লেখ্য, গত নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি নন–এসি মিনিবাস দিয়ে শাটল বাসসেবাও চালু রয়েছে, যা সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি রুটে ক্যাম্পাসে চলাচল করে।
দীর্ঘ প্রতীক্ষার পর এই সেবা চালু হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।