Ridge Bangla

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেও হতাশ হতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া জেলেনস্কির এক মন্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটনে তিনি যে ধরনের বৈঠক প্রত্যাশা করেছিলেন, বাস্তবে সেরকমটা ঘটেনি।

ইউক্রেন থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে ইউক্রেনের প্রতিনিধি দলটি বেশ আশাবাদী ছিল। এ বিষয়ে ইউক্রেনের সংসদের স্পিকার রুসলান স্তেফানচুক এক সাক্ষাৎকারে বলেন, এটি একটি ঐতিহাসিক সফর হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ট্রাম্প অবশেষে বুঝবেন— পুতিন মিথ্যাবাদী ও অবিশ্বাসযোগ্য।

যুক্তরাষ্ট্রের দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতিও শিগগির মিলে যেতে পারে বলেও তিনি আশাবাদী ছিলেন। এদিকে জেলেনস্কির বিমান আকাশে থাকতেই ট্রাম্প ও পুতিনের দুই ঘণ্টার ফোনালাপের খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে আরেকটি সম্ভাব্য ট্রাম্প–পুতিন বৈঠকের ঘোষণা আসে। ফলে ওয়াশিংটনে পৌঁছেই ইউক্রেনের প্রতিনিধিদলকে হতাশ হতে হয়। ছোট পরিসরে আনুষ্ঠানিক এক অভ্যর্থনায় তাদের বরণ করে নেওয়া হয়।

জেলেনস্কির এই সফর ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে ইউক্রেন–রাশিয়া এই সংঘাত আপাতত আরও দীর্ঘায়িত হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন