Ridge Bangla

জুলাইয়ে ৩০ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি বছরের জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার রেমিট্যান্স। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে প্রবাহ আবারও বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে। হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন এ বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের শেষে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩–২৪) ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে। প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধিকে দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার সরবরাহে স্বস্তির বার্তা হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন