প্রয়াত চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা ও আবেদন এখনো অম্লান। বাংলা চলচ্চিত্রের এই সুপারস্টারকে আজও ভালোবাসেন কোটি ভক্ত। তারই এক ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নাকে নিয়ে ব্যক্তিগত স্মৃতি শেয়ার করেছেন।
জাহিদ হাসান বলেন, “একবার একটা অনুষ্ঠান উপস্থাপনা করছিলাম। সেখানে বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয় উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমার চোখে তিনি ছিলেন জেমস বন্ড। কথাটা তাকেও বলেছিলাম।” তিনি আরও বলেন, “আমি আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালোবাসি। তারা আমাদের অহঙ্কার।”
লন্ডন সফরের এক মজার স্মৃতি জানিয়ে জাহিদ বলেন, “একবার লন্ডনে মান্না ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। উনি হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আমি বললাম, ভাতের জন্য এত দূরে যাব? উনি বললেন, ‘বুঝ না ভাইজান, ভাত খাব তো!’ তারপর আমরা প্রায় ৪০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গেলাম ভাত খেতে।”
জাহিদ হাসানের চোখে মান্না ছিলেন প্রাণোচ্ছল, আন্তরিক ও মাটির মানুষ—একজন আসল তারকা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মান্না। তবে বাংলা সিনেমায় তার অবদান এবং মানুষের হৃদয়ে তার জায়গা আজও অটুট।