Ridge Bangla

‘জাতীয় সংস্কারক’ উপাধি চান না ড. মুহাম্মদ ইউনূস: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানতে চেয়েছেন কেন অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। বিষয়টি সরকারের নজরে এসেছে এবং আদালতের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর সরকার রুলের জবাব দেবে।

প্রেস সচিবের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘‘সরকার স্পষ্টভাবে জানাতে চায় যে অধ্যাপক ইউনূস নিজেও এমন কোনো উপাধি পেতে চান না এবং তাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার বিষয়ে সরকারেরও কোনো পরিকল্পনা নেই।’’

তিনি জানান, এই রিট আবেদনের পেছনে ব্যক্তিগত উদ্যোগেই এটি দায়ের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এর যৌক্তিকতা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আদালতে সরকারের অবস্থান তুলে ধরবে।

ড. ইউনূসের মনোভাব প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘‘প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন, তিনি যে দায়িত্ব নিয়েছেন তা দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতার অংশ। দায়িত্ব শেষে তিনি সাধারণ মানুষের কাতারেই ফিরে যাবেন। তিনি কোনো বিশেষ সম্মান বা উপাধির প্রত্যাশা করেন না।’’

আরো পড়ুন