Ridge Bangla

জন্মদিনে বামনদের দিয়ে পারফরম্যান্স করানোয় বিপাকে লামিন ইয়ামাল

স্পেনের উঠতি ফুটবল তারকা লামিন ইয়ামাল ১৩ জুলাই বার্সেলোনার কাছে ওলিভেলায় শহরের একটি ভাড়া বাড়িতে নিজের ১৮তম জন্মদিন পালন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার সতীর্থ, বন্ধু-বান্ধব, ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। তবে জন্মদিনের পার্টিকে রঙিন করে তুলতে আয়োজিত বামনদের পারফরম্যান্স নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয় এই ঘটনাকে তদন্তের দাবি জানিয়ে পাবলিক প্রসিকিউটরের দপ্তরে আবেদন করেছে। তারা বিষয়টি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনার অনুরোধ করেছে।

স্পেনের অ্যাসোসিয়েশন অব পিপল উইথ অ্যাকনড্রোপ্লাসিয়া (ADEE) একে ‘একবিংশ শতাব্দীতে অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে আইনি অভিযোগ দায়ের করেছে। সংগঠনটির দাবি, এমন পারফরম্যান্স প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অবমাননা, বৈষম্য এবং সমাজে বিদ্যমান কুসংস্কারকে উসকে দেয়। স্পেনের আইনে প্রতিবন্ধী ব্যক্তিকে কৌতুক বা অবজ্ঞার বস্তু হিসেবে উপস্থাপন করা নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, স্প্যানিশ রেডিও ‘RAC1’-এ দেওয়া এক সাক্ষাৎকারে একজন বামন পারফর্মার বলেন, “আমরা কাজটি সম্মানের সঙ্গেই করেছি। কেউ আমাদের অবমাননা করেনি। আমরা বিনোদন শিল্পে কাজ করি, এটা আমাদের পেশা। আমাদের পেশাকে কেন হেয়ভাবে দেখা হবে?”

লামিন ইয়ামালের ক্লাব বার্সেলোনা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তারা একে খেলোয়াড়ের ‘ব্যক্তিগত আয়োজন’ বলে অভিহিত করেছে।

তবে জন্মদিনের এই আয়োজন ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এখন দেখার বিষয়, আইনি তদন্তের পর এর কোনো পরিণতি হয় কি না।

আরো পড়ুন