চীনের শিনজিয়াং প্রদেশের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলাকালীন উক্ত এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
রয়টার্সের যাচাই করা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, একটি নিচু ঝুলন্ত সেতু একপাশে হেলে আছে। সেতুর একটি অংশ একটি নদীর ওপর ঝুলছে। এক ভিডিওতে দেখা যায়, একজন আহত ব্যক্তিকে কাঠের তক্তার ওপর শুইয়ে রাখা হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, লোকজনকে স্ট্রেচারে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে।
জনসাধারণের তথ্য অনুসারে, ৬৫ বর্গকিলোমিটার আয়তনের ‘জিয়াটা’ নামের এলাকাটি অপরূপ প্রাকৃতিক ভূদৃশ্যে সাজানো। এখানে রয়েছে পাহাড়ি গিরিপথ, একটি উপত্যকা এবং একটি নদী; সেই সঙ্গে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মতো সাংস্কৃতিক স্থাপনাও রয়েছে।
দুর্ঘটনা-পরবর্তী তদন্ত এবং আহতদের চিকিৎসা তদারকিতে চীনের কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে একটি টাস্ক ফোর্স পাঠিয়েছে বলে সিনহুয়ার আলাদা এক প্রতিবেদনে জানানো হয়েছে।