Ridge Bangla

চারুকলায় ফের তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসেই, ষড়যন্ত্রও থাকে। তবে আমরা মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা করে এই ষড়যন্ত্র মোকাবিলা করবো। এটি এখন একটি জাতীয় দায়িত্ব, এজন্য সবার সহযোগিতা চাই।”

উপাচার্য জানান, মোটিফটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণের জন্য শিল্পীদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। চারুকলা প্রাঙ্গণে এরই মধ্যে প্রয়োজনীয় উপকরণ পৌঁছে গেছে। শিল্পীরা ককশীট দিয়ে প্রতিকৃতিটি দ্রুত তৈরি করার চেষ্টা করছেন।

এদিন রাতে শোভাযাত্রার প্রস্তুতি দেখতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “একটি ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শিল্পীদের স্পিরিট দমন করার চেষ্টা করা হলেও, আমি এসে দেখছি তাদের মনোবল আরও দ্বিগুণ হয়ে গেছে। আশা করছি এবারের শোভাযাত্রা হবে অসাধারণ। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই।”

আরো পড়ুন