চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে ডুবে গেছে এমভি জায়ান নামের একটি লাইটারেজ জাহাজ। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর জাহাজটি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় এসে ডুবে যায়।
বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাহাজটির স্টিয়ারিং ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে সেটি উপকূলে টেনে আনার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় হঠাৎ কাত হয়ে ডুবে যায়। এতে জাহাজে থাকা সিরামিক শিল্পের জন্য নির্ধারিত ১২০০ টন কাঁচামাল পানিতে তলিয়ে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এ ঘটনায় বন্দর চ্যানেল দিয়ে অন্য জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।
জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে, ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। সকালে সেটি উপকূলে আনতে গেলে অর্ধেকের বেশি অংশ পানিতে তলিয়ে যায়। ভাগ্যক্রমে ১৩ নাবিক সবাই নিরাপদে আছেন।”
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি চরে আটকে যায় এবং তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তিনটি হ্যাচ দিয়ে পানি প্রবেশে প্রায় ৯০ শতাংশ জাহাজ ডুবে যায়।