গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘‘গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়ে বলেছেন, ‘ভাই, অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসব শুনে ভয় পাবেন না। আমরা বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছেন, নিজেও সেফ জায়গায় চলে গেছেন। কিন্তু আমাদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে ফেলে গেছেন। সুবিধা পেয়েছে কেবল গুটিকয়েক, আর ভুগছি আমরা সবাই।’’
তিনি আরও লেখেন, ‘‘যিনি আমাদের কথা ভাবেননি, তার কথা ভেবে আর নিজেদের বিপদে ফেলতে চাই না। আমরা এতটা বোকা নই যে এখনও তার কথায় মানুষকে শত্রু বানাবো, নিজের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেব। আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করুন, কোনো ভয় নেই।’’
‘পদযাত্রা’ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘‘গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের অঙ্গীকার, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, জেলার নাম নিয়ে আর বৈষম্য হবে না। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের নয়, গোপালগঞ্জ সবার, বাংলাদেশের।’’
এর আগে বিকেলে তিনি ঘোষণা দেন, ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে এনসিপি। পদযাত্রা ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলটি।