Ridge Bangla

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পদযাত্রা শুরুর আগে উলপুর এলাকায় জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষিপ্তভাবে পুলিশের একটি পিকআপে হামলা চালিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পদযাত্রাকে ঘিরে পুলিশের একটি গাড়িতে হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

জানা যায়, চলতি মাসের শুরু থেকেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এর অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারাও কর্মসূচি সম্পর্কে পোস্ট দেন।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন