Ridge Bangla

গোপালগঞ্জে কারফিউ, পরিস্থিতি থমথমে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ওপর কারফিউ জারি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়। বার্তায় বলা হয়, “গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো।”

এর আগে বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুরের উদ্দেশে যাত্রাকালে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হন। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় বিজিবির চার প্লাটুন সদস্য।

হামলার মুখে এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং সেখান থেকেই দেশবাসীর প্রতি আহ্বান জানান—আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলা করতে গোপালগঞ্জের পথে নামতে। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় নেতারা জেলা ত্যাগ করেন।

সন্ধ্যায় প্রথমে গোপালগঞ্জ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর রাতে আনুষ্ঠানিকভাবে ২২ ঘণ্টার কারফিউর ঘোষণা আসে।

কারফিউর কারণে পুরো শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে সেনা, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

প্রশাসন জানিয়েছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।

আরো পড়ুন