Ridge Bangla

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি, আওয়ামী লীগ-ছাত্রলীগের পথে পথে হামলা-অবরোধ-ভাঙচুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অবশেষে গোপালগঞ্জ শহরের সমাবেশ মঞ্চে পৌঁছেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশ স্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা এবং আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে স্থানীয় নেতাকর্মীরা তাদের উষ্ণভাবে বরণ করে নেন।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশের মঞ্চেই হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের ওপরও হামলা চালায় এবং উলপুর এলাকায় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও হামলার ঘটনা ঘটে। সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। সড়ক অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

ইউএনও এম রকিবুল হাসান জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে। কিন্তু তা বানচাল করতে ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থকেরা পথে পথে অবরোধ সৃষ্টির পাশাপাশি পুলিশ ও প্রশাসনের গাড়িবহরে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, এনসিপি ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বুধবারের কর্মসূচি ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। এই শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ছাত্রলীগ নিরস্ত্র মানুষের উপর অতর্কিত হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ঘটায়।

 

 

আরো পড়ুন