ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। তবে এই ‘সুখবর’ কী—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বৃহস্পতিবার তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে বলেন, “আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে খুব উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন।”
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে একটি ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই অনুষ্ঠান ‘ক্লোজড প্রেস’ হিসেবে তালিকাভুক্ত ছিল, অতীতে এমন বৈঠকের আগে সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়েছে।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির উদ্দেশ্যে দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আলোচনা গত ৬ জুলাই শুরু হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়, “চুক্তির পথে এখন আর কোনো বড় বাধা নেই।” আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ইসরাইলি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ‘অতিরিক্ত নমনীয়তা’ প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে।