Ridge Bangla

গাজার এক ক্যাথলিক চার্চে ইসরায়েলি হামলায় নিহত ৩

ফিলিস্তিনের গাজার একটি ক্যাথলিক চার্চে ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে একজন ক্যাথলিক পুরোহিতও রয়েছেন। জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট এক বিবৃতিতে জানায়, “আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনীর আঘাতে হোলি ফ্যামিলি কম্পাউন্ডে তিন ব্যক্তি নিহত হয়েছেন।”

নিহতদের পরিচয় প্রকাশ না করা হলেও জানা গেছে, আহতদের একজন হলেন ওই গির্জার পালক পুরোহিত, যাকে পোপ ফ্রান্সিস নিয়মিত ফোন করে খোঁজ নিতেন। গাজার হোলি ফ্যামিলি গির্জাটি সেখানে অবস্থিত একমাত্র ক্যাথলিক উপাসনালয়, যা দীর্ঘদিন ধরে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে—এমনকি মুসলিমরাও সেখানে আশ্রয় নিতেন।

এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা ও মানবাধিকার সংগঠনগুলো। পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রীর নামে একটি টেলিগ্রামে বলেন, “সামরিক হামলায় প্রাণহানি ও আহতের ঘটনায় গভীরভাবে দুঃখিত। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই।”

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা গাজা সিটির হোলি ফ্যামিলি গির্জায় ক্ষয়ক্ষতির খবর সম্পর্কে অবগত এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, “আইডিএফ বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থানসহ যেকোনো বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে।”

আরো পড়ুন