গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। সংগঠনটি আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে এই কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে। খবর ওয়াফা নিউজ এজেন্সির।
রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলের ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সচেতনতা তৈরি এবং প্রতিবাদ জোরদার করতেই এই ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে। লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরছাড়া করে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এদিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অনেক তরুণ নেতা ও ছাত্র সংগঠনের প্রতিনিধি। তারা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিকে সফল করতে দেশব্যাপী অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই।