গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা আগ্রাসনে ফের রক্তাক্ত হলো একটি দিন। সোমবার (১৪ জুলাই) একদিনেই অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ গাজার রাফা শহরে একটি সরকারি ত্রাণ বিতরণ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারান। একইদিনে খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নয়জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও বিমান হামলায় মারা যান আরও চারজন।
ওয়াফার তথ্যমতে, শুধু গাজা শহরেই সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৪ জন নিহত হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেইর আল-বালাহ, তুফাহ ও শুজাইয়া এলাকায় বোমা ও ট্যাঙ্ক হামলায় ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন। গাজার ভেতরে একটি ইসরায়েলি ট্যাঙ্ক হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
গত দুই মাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৮৩৮ জন ফিলিস্তিনি।
এদিকে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গাজা পরিস্থিতি নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আশা করি শিগগিরই যুদ্ধবিরতির সমাধান হবে।” তবে জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় নিয়মিত জ্বালানি প্রবেশ না হলে মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার ১৩০ দিন পর সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা দৈনিক চাহিদা পূরণে যথেষ্ট ছিল না।