চলমান উইমেনস বিশ্বকাপে ব্যাট হাতে বড় রান করতে পারেননি তিনি। তবুও বিশ্বরেকর্ড করেছেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। রেকর্ড বইয়ে নাম তুলেছেন ২৮ বছরের পুরনো নজির ভেঙে।
স্মৃতি ভেঙেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের ২৮ বছরের পুরনো রেকর্ড। বৃহস্পতিবার উইমেনস বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একটি করে বাউন্ডারি ও ছক্কায় ২৩ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের অষ্টম ওভারে আয়াবোঙ্গা খাকার বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই ক্লার্কের রেকর্ড ভেঙে ফেলেন স্মৃতি।
ক্লার্ক ১৯৯৭ সালে করেছিলেন ৯৭০ রান, যা এতদিন পর্যন্ত নারী ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান ছিল। ২০২৫ সালে স্মৃতির দুর্দান্ত পারফরম্যান্স সেই রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। চলতি বছর ১৭ ওয়ানডেতে ৯৮২ রান করেছেন তিনি। ফলে নারী ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান এখন ভারতের এই তারকা উদ্বোধনী ব্যাটসম্যানের। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগও এখন তার সামনে।
১৯৯৭ সালে ১৬ ওয়ানডে খেলে ৯৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক, যিনি দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়কও ছিলেন। এরপর থেকে এক বছরে ৯০০ রানও করতে পারেননি আর কেউ। ২০২২ সালে ৮৮২ রান করে তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
ছেলে-মেয়ে মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম দ্বিশতক করা ক্লার্ককে পেছনে ফেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ রান দরকার ছিল মান্ধানার। ইনিংসের অষ্টম ওভারে খাকার বলকে ছক্কায় উড়িয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।
রেকর্ড গড়ার কিছুক্ষণ পর, একাদশ ওভারে লং অনে ক্যাচ দিয়ে বিদায় নেন এবছর দুর্দান্ত ছন্দে থাকা মান্ধানা। চলতি বছর ওয়ানডেতে এখন পর্যন্ত ৪টি সেঞ্চুরি করেছেন তিনি, সঙ্গে আছে তিনটি ফিফটি। ২০২৫ সালে এই সংস্করণে তার ব্যাটিং গড় ৫৭.৭৬।
আরও একটি বড় মাইলফলকের দোরগোড়ায় রয়েছেন তিনি। ৫,০০০ রানের মাইলস্টোন পার করতে পারলে, তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় নারী ও পঞ্চম নারী ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করবেন।