জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সম্প্রতি তার স্বামীর কর্মস্থল আমেরিকায় পাড়ি জমিয়েছেন। তবে যাওয়ার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করেন। নাটকটির নাম ‘কেন দেখা হলো না’, যা ২৫ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে। দীর্ঘদিন পর রিচির নতুন নাটক প্রকাশ পাওয়ায় দর্শকের আগ্রহ বেড়েছে এবং প্রতিদিনই নাটকটির ভিউ বাড়ছে।
মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও মো. আব্দুল্লাহ আল হারুনের পরিচালনায় নির্মিত নাটকটি অতীতের স্মৃতি ও হারানো সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। এতে রিচির সঙ্গে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি ও মাহিমা। নাটকটির মূল ভাবনায় উঠে এসেছে কেন দুজন মানুষের মাঝে আর দেখা হলো না—সে বিষাদময় কাহিনি।
নাটকটি নিয়ে রিচি বলেন, “গল্পটা আমার কাছে অন্যরকম লেগেছে। এখনকার বেশিরভাগ নাটকের গল্পে মিল থাকে, কিন্তু ‘কেন দেখা হলো না’ ভিন্নতার কারণে আমাকে আকৃষ্ট করেছে। এ বয়সে এসে আমি বেছে বেছে কাজ করি। চরিত্র বুঝে মন থেকে অভিনয় করি। এই সুন্দর গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ।” তিনি দর্শকদেরও নাটকটি দেখার অনুরোধ জানান।
এর আগে, ২০২৩ সালের শেষ দিকে রিচি তার উদ্যোগে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ব্যস্ত ছিলেন। উত্তরা রবীন্দ্র সরণীতে অবস্থিত এই লাউঞ্জের উদ্বোধন করেছিলেন অভিনেতা অপূর্ব।
এছাড়া রিচির ইমরাউল রাফাত পরিচালিত ‘পরস্পর’ নাটকে অভিনয়ের কথা থাকলেও তা আর হয়নি। তিনি রাফাতের পরিচালনায় সর্বশেষ অভিনয় করেছিলেন ‘দূরত্ব’ টেলিফিল্মে, যেখানে তার সঙ্গে ছিলেন ইরেশ যাকের, আফরান নিশো ও নূসরাত ইমরোজ তিশা।
বর্তমানে রিচি তার স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। গত ২৭ জুলাই ছিল তার মা হোসনা সোলায়মানের জন্মদিন। মায়ের পাশে থাকতে না পারায় তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। উল্লেখ্য, ২০২৪ সালে হোসনা সোলায়মান ‘আলী রূপা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে ‘মা পদক’ পেয়েছেন।