বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ডন ৩’-এর কাস্টিং নিয়ে চলছে একের পর এক পরিবর্তন। কিছুদিন আগেই গর্ভধারণের কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রধান নারী চরিত্রের অভিনেত্রী কিয়ারা আদবাণী। এবার সিনেমা ছাড়লেন ভিলেন চরিত্রে চুক্তিবদ্ধ অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভিলেন চরিত্রটির গভীরতা ও গুরুত্ব নিয়ে সন্তুষ্ট ছিলেন না বিক্রান্ত। তার মতে, চরিত্রটি যথেষ্ট প্রভাবশালী নয় এবং এতে যে ধরনের শারীরিক রূপান্তরের প্রয়োজন ছিল, তা তিনি করতে আগ্রহী ছিলেন না। বিষয়টি নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনার পর নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ডন ৩-এর ভিলেন চরিত্রে এখন নতুন অভিনেতা খোঁজা হচ্ছে। আলোচনায় উঠে এসেছে আদিত্য রায় কাপুর এবং বিজয় দেবরাকোন্ডা-র নাম। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, রণবীর সিং থাকছেন এই ছবির মূল চরিত্র ‘ডন’-এর ভূমিকায়। শাহরুখ খান এর আগে ‘ডন’ (২০০৬) ও ‘ডন ২’ (২০১১)-এ এই চরিত্রে দারুণভাবে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ফলে রণবীরের এই চরিত্র গ্রহণ নিয়ে আগ্রহ, কৌতূহল ও আলোচনা তুঙ্গে রয়েছে।
এখন দেখার বিষয়, নতুন ‘ডন’ ইউনিভার্সে নায়িকা ও ভিলেন চরিত্রে কে যুক্ত হন। নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।