ওটিটিতে যাত্রা শুরু করছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তার নতুন সিরিজ ‘মান্ডালা মার্ডারস’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। মুম্বাইয়ের বান্দ্রায় পাইওনিয়ার হাউসে আয়োজিত অনুষ্ঠানে বাণী নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা ও সিরিজটি নিয়ে কথা বলেন।
ট্রেলারের উন্মোচনে বাণী জানান, ওটিটিতে আত্মপ্রকাশের এই সময়ে সোশ্যাল মিডিয়ায় তাকে প্রচুর কটূক্তি ও ট্রল সহ্য করতে হয়েছে। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে করা তার ছবি ‘আবির গুলাল’ কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত সরকার নিষিদ্ধ করে। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
বাণী বলেন, “সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেক বিষাক্ত হয়ে গেছে। আমি চাই আমরা যেন একটু কম ঘৃণা করি, আর বেশি ভালোবাসা দিই। কাউকে অপমান করলে বা ট্রল করলে সেটা একদিন আমাদের দিকেই ফিরে আসে। আমাদের উচিত নিজের ও অন্যের প্রতি দয়ালু হওয়া। দয়ালু মানুষ পৃথিবীর জন্য জরুরি।”
নতুন সিরিজ নিয়ে বাণীর প্রত্যাশা অনেক। তিনি বলেন, “এটি শুধু রহস্য আর থ্রিলার নয়, নারীদের সীমা ছাড়িয়ে কিছু বলার এক যাত্রা।”
যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে বাণীর সঙ্গে আছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাঁওকর ও বৈভব রাজগুপ্ত। পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত।
গোপী পুথরান প্রসঙ্গে বাণী বলেন, “তার সঙ্গে কাজ করা যেন মাস্টারক্লাস। তিনি চরিত্রে গভীরতা আনতে এবং অভিনয়ে নতুন কিছু যোগ করতে আমাদের স্বাধীনতা দেন।”
সিরিজে বাণীকে দেখা যাবে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি রহস্যময় খুনের জাল ভেদ করতে নামেন। ২৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।