Ridge Bangla

কণার ডিভোর্সের সাক্ষী নুসরাত ফারিয়া

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। এ খবরে হতবাক হন তার ভক্ত-অনুরাগীরা। তবে তখন গুঞ্জন উঠেছিল, এখনো আনুষ্ঠানিকভাবে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিচ্ছেদ হয়নি। আইনগতভাবে দুজন এখনও স্বামী-স্ত্রী এমন কথাও শোনা যাচ্ছিল।

এই গুঞ্জনের মাঝেই গণমাধ্যমের হাতে এসেছে কণার বিবাহবিচ্ছেদের উকিল নোটিশ। নোটিশে দেখা গেছে, তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং এতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন দুইজন—ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং গোলাম মোর্শেদ।

গায়িকা কণার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু নুসরাত ফারিয়া। পাশাপাশি কণার স্বামী গহীনের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ভ্রমণে এই তিনজনকে একসঙ্গে দেখা গেছে। বন্ধুত্বের জায়গা থেকেই বিচ্ছেদের কাগজে সাক্ষী হয়েছেন ফারিয়া।

নোটিশে উল্লেখ রয়েছে, তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সাক্ষীদের স্বাক্ষর এবং আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কণা বা গহীন। তবে উকিল নোটিশ প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, কণার ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্ব ও পারস্পরিক দূরত্ব ভূমিকা রেখেছে।

প্রসঙ্গত, কণা ও গহীনের বিয়ে হয়েছিল ২০১৭ সালের এপ্রিল মাসে। ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান হলো এই বিচ্ছেদের মাধ্যমে।

আরো পড়ুন