Ridge Bangla

ওটিটিতে নতুন রূপে ফিরছেন আফরান নিশো

সাম্প্রতিক বছরগুলোতে টিভির বিভিন্ন নাটকে নিয়মিত দেখা যেত জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনয়ে বিরতি দেখা যায়। এবার তিনি ‘আকা’ নামক সামাজিক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজে কাজ করে নতুন রূপে ওটিটি প্ল্যাটফর্মে ফিরে আসছেন। এই সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, “এ সিরিজ নির্মাণ আমার জন্য অনেক ইমোশনাল ছিল। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার এবং দর্শকের সঙ্গে এক্সপেরিমেন্টের মতো কাজ। আফরান নিশোর সঙ্গে এটি আমার প্রথম ওয়েব সিরিজ।”

অভিনয় এবং নির্মাণের জাদুতে ভরা ‘আকা’ নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন, “‘আকা’ নির্মাণ আমার জন্য খুবই ইমোশনাল এক যাত্রা। আমি আগে অনেক থ্রিলার করেছি, কিন্তু এটি আমার প্রথম সোশ্যাল থ্রিলার। এই সিরিজের মাধ্যমে দর্শকদের সঙ্গে একটি এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পর বোঝার চেষ্টা করব সেটার ফলাফলটা কেমন।”

তিনি আরও যোগ করে বলেন, ইতোমধ্যে আফরান নিশো বড়পর্দায় দুটি সফল সিনেমা উপহার দিয়েছেন। প্রায় তিন বছর পর তিনি ওটিটিতে ফিরছেন। “আমি সিরিজটা নিয়ে অনেক আশাবাদী। দর্শক এই নতুন ধারার থ্রিলারটি খুব উপভোগ করবেন বলেই প্রত্যাশা করছি।”

শুরুতে এ সিরিজের নাম ছিল ‘আজাদ’, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আকা’। ‘আকা’ নির্মিত হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে, যেখানে ন্যায়-অন্যায়, প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহ তৈরি করা হয়েছে। ভিকি জাহেদ ও নিশোর একাধিক কাজ আগে থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে, আর সেই জনপ্রিয় জুটিতে এবার নতুন সংযোজন নাবিলা।

আরো পড়ুন