Ridge Bangla

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) সকালে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হবে। এটি পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট নীতিমালা ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। তবে এ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া পরিশোধ করা হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ব্যয়ে অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। নতুন এই আদেশ ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত আগস্টে তারা রাজধানীতে মহাসমাবেশ করে মূল বেতনের ওপর শতকরা হারে বাড়িভাড়া দেওয়ার দাবি জানান। পরে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষক সমাজ তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে।

৫ অক্টোবর শিক্ষক দিবসে প্রকাশিত ওই প্রজ্ঞাপন ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসবভাতার দাবিতে ১২ অক্টোবর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বর্তমানে সারাদেশের প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন