Ridge Bangla

এবার টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

চার সিজনের টানা সাফল্যের পর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার টিভি পর্দায় আসছে। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ইতোমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে। ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮টি পর্ব প্রচারের মাধ্যমে শুরু হয় নতুন সিজনের যাত্রা। প্রথম ৮ পর্ব ৪০ টাকা সাবস্ক্রিপশনে দেখা গেছে বঙ্গ অ্যাপে।

তবে যারা এখনও ওটিটিতে নাটকটি দেখতে পারেননি, তাদের জন্য এবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। চ্যানেল আই সূত্রে জানা গেছে, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। ১২০ পর্বের এই সিজনের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।

চ্যানেল আই নাটকটির প্রথম পুনঃপ্রচার করবে প্রচারের দিন রাত ৩টা ৪০ মিনিটে এবং দ্বিতীয়বার পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে।

এই সিজনেও অভিনয়ে রয়েছেন জনপ্রিয় শিল্পীরা—মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা ও মনিরা মিঠু। দর্শকের ভালোবাসা ও আগ্রহে প্রতি সিজনেই নাটকটি পেয়েছে আলাদা জনপ্রিয়তা। ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্বের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। এবার পঞ্চম সিজন কতটা চমক দেখাতে পারে, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

আরো পড়ুন